কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলকাতায় তিনদিনব্যাপী রবীন্দ্র জয়ন্তী উৎসবের আয়োজন করে সারা বিশ্বের বাঙালিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরাম।

বুধবার (১০ মে) উৎসবের প্রথমদিনে সম্মানীয় অতিথি ছিলেন কবি অভীক বসু। স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন কবি অলোক দাশগুপ্ত। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক ড. মহ. কুতুবুদ্দিন মোল্লা।

স্বাগত বক্তব্য দেন এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক ওমর আলী। অতিথিদের নিয়ে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের দফতর সম্পাদক সাহানারা খাতুন।

অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন- অরুনা রায় মজুমদার, রীনা নাথ, রীনা ভৌমিক ও বৈশাখি ব্যানার্জী। এসময় আরও সঙ্গীত পরিবেশন করেন ইরা সরকার রহি, মৌ মিত্র, সঞ্জয় বসু, চন্দনা দাশ, অনুপমা সরকার, সতাক্ষী দাস দত্ত, রুমা বিশ্বাস, নিশা বিশ্বাস, দেবস্মিতা গুছাইত,  আভেরী চৌধুরী, শ্রাবণী রায়, চৈতালী ব্যানার্জি, শুক্লা রায়, ইন্দ্রজিৎ ঘোষ, শুক্লা গুহ, নন্দিতা দত্ত, রঞ্জিতা সাহা, অনিক মুখোপাধ্যায়, কল্পনা ভট্টাচার্য, সোমা সুর, সুরভিতা সেন, মৌসুমী চ্যাটার্জী, পহেলি চ্যাটার্জী, দেবায়ন ঘোষ, সুরশ্রী ব্যানার্জী ও সম্প্রীতি সরকার প্রমুখ।

কলকাতার প্রাচীন সাংস্কৃতিক সংগঠন সোনারতরীর শিল্পীদের সমবেত পরিবেশনা আনন্দলোকে মঙ্গলালোকের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনা শেষ হয়।

স্বরচিত কবিতা পাঠ করেন কবি দেবব্রত মাজি, রাধেশ্যাম সরদার, নিবিড় সাহা প্রমুখ। কবিতা আবৃত্তি করেছেন প্রদীপ কুমার ভট্টাচায্য, মৌমিতা খাঁড়া, অনিতা ভট্টাচার্য, শৈতি ঘোষ, মালবিকা মুখোপাধ্যায়, ইন্দ্রানী দাস, অদিতি মন্ডল, অভিদীপ্তা পাল প্রমুখ।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অদিতি চৌধুরী, সুমন ভট্টাচায্য, মনীষা মজুমদার এবং ছোটদের দিপ্তাক্ষী দত্ত, শ্রাবণী মন্ডল, ঐশাণী সামন্ত, স্নেহা যাদব ও সৃজা সাহা। রবীন্দ্র গল্প পাঠ করেন শিউলি গুহ বিশ্বাস। শ্রুতি নাটক করেন- মিথিলা মুখার্জী, প্রসেনজিৎ ঘোষ, পাপিয়া মুখার্জী ও রুবি সিংহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি শুভ্রকান্তি ভট্টাচায্য ও বাচিক শিল্পী গৌতম চৌধুরী। তিন দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী উৎসবের পরিকল্পনা ও পরিচালনা করেছেন দফতর সম্পাদক কবি সাহানারা খাতুন।

বৃহস্পতিবার ২য় দিনে অনলাইন অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন ফোরামের প্রেসিডিয়াম সদস্য ওয়াশিংটন প্রবাসী সাংবাদিক ওয়াহিদুজ্জামান স্বপন, আবৃত্তিতে সুইডেন প্রবাসী বাচিক শিল্পী শুভ রক্ষিত, পশ্চিমবঙ্গের সঙ্গীত শিল্পী অধ্যাপক ড. অতসী সরকার এবং বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দাশ। শুক্রবারের অনুষ্ঠানে যোগ দেবেন দেশবিদেশের কবি ও বাচিক শিল্পীরা।

এনআরবি ওয়ার্ল্ড ফেন্ডশিপ ফোরাম সারা বিশ্বের বাঙালিদের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশের মাধ্যমে সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে ১০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার।

আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইতালি, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, নরওয়ে, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, গ্রিস, পর্তুগাল, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, কুয়েত, কাতার, রাশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাঙালিরা সংগঠনটির সদস্য।

এমজে