পর্তুগালে বসবাসরত বাংলা মিডিয়ার সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের স্থানীয় সরকারের নিবন্ধিত সংগঠন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের ২০২৩-২৪ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

সোমবার (৫ জুন) লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে রাসেল আহম্মেদ, সাধারণ সম্পাদক হিসেবে শহীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহ মোহাম্মদ তারভীরসহ ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। 

সভায় সভাপতিত্ব এবং নির্বাচন পরিচালনা করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী। 

সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী বেলাল আহমেদ। কার্যকরী কমিটির এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন ঢাকা পোস্টের পর্তুগাল প্রতিনিধি ফরিদ আহমেদ পাটোয়ারী ও বাংলাদেশ প্রতিদিনের পর্তুগাল প্রতিনিধি রনি মোহাম্মদ। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে দৈনিক ভোলার বানীর এফ আই রনি ও আরটিভির পর্তুগাল প্রতিনিধি আনোয়ার এইচ খান ফাহিম।

এছাড়া কমিটির অর্থ সম্পাদক হয়েছেন প্রবাস কথার জাহিদ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইত্তেফাকের মনির হোসেন, একুশে টিভি অনলাইনের এনামুল হক ও জাগো নিউজের মো. আবু সাঈদ।
 
সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের সময়ের সমীর দেবনাথ, প্রচার সম্পাদক হয়েছেন আটলান্টিক টিভি পর্তুগালের মহি উদ্দিন, দপ্তর সম্পাদক হয়েছেন পর্তুগাল বাংলা টিভির মোহাম্মদ শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন চট্টগ্রামের সময়ের মো. হাসান কোরাইশী এবং সদস্য হিসেবে রয়েছেন শওকত ও রাহীব ফয়সাল। 

নির্বাচিত নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তার সদস্য ও কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। এই কমিটি আগামী এক বছর তাদের দায়িত্ব পালন করবে।

কেএ