পর্তুগালে করোনার টিকাদান শুরু
ইউরোপের দেশগুলোতে ফেব্রুয়ারি মাসে করোনাভাইরাস আঘাত হানলেও মার্চে পর্তুগালে করোনার সংক্রমণ হয়। এরপরই করোনা প্রতিরোধে লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপ নেয় দেশটি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দেওয়ার পর পর্তুগালে রোববার (২৭ ডিসেম্বর) থেকে টিকাদান শুরু হচ্ছে।
এর আগে, শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে ফাইজার-বায়োএনটেকের টিকা দেশটির কুইমড়াতে এসে পৌঁছায়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী মারতা টেমিদো উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বন্দরনগরী পর্তু এরিয়াতে করোনা ভাইরাসের প্রকোপ বেশি থাকায় সেখানে অবস্থিত সাও জোয়াও হাসপাতলে স্থানীয় সময় রোববার সকাল ১০টায় টিকাদান কর্মসূচি শুরু হবে।
পর্তুগালে এপর্যন্ত ৩ লাখ ৯২ হাজার ৯৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ৬ হাজার ৫৫৬ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬৭১ জন সুস্থ হয়েছেন ও ৬৯ হাজার ৭৬৯ জন চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
ইউরোপের দেশগুলোতে একযোগে টিকাদান শুরু হয়েছে। জার্মানি, হাঙ্গেরি ও স্লোভাকিয়া শনিবার (২৬ ডিসেম্বর) সকালে টিকা পাওয়ার পর দুপুর থেকেই টিকাদান শুরু করেছে। ইইউ ভুক্ত অন্যান্য দেশেও রোববার থেকেই টিকাদান শুরু হচ্ছে।
ওএফ