ইউরোপের দেশগুলোতে ফেব্রুয়ারি মাসে করোনাভাইরাস আঘাত হানলেও মার্চে পর্তুগালে করোনার সংক্রমণ হয়। এরপরই করোনা প্রতিরোধে লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপ নেয় দেশটি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দেওয়ার পর পর্তুগালে রোববার (২৭ ডিসেম্বর) থেকে টিকাদান শুরু হচ্ছে।

এর আগে, শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে ফাইজার-বায়োএনটেকের টিকা দেশটির কুইমড়াতে এসে পৌঁছায়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী মারতা টেমিদো উপস্থিত ছিলেন।

বন্দরনগরী পর্তু এরিয়াতে করোনা ভাইরাসের প্রকোপ বেশি থাকায় সেখানে অবস্থিত সাও জোয়াও হাসপাতলে স্থানীয় সময় রোববার সকাল ১০টায় টিকাদান কর্মসূচি শুরু হবে।

পর্তুগালে এপর্যন্ত ৩ লাখ ৯২ হাজার ৯৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ৬ হাজার ৫৫৬ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬৭১ জন সুস্থ হয়েছেন ও ৬৯ হাজার ৭৬৯ জন চিকিৎসাধীন। 

ইউরোপের দেশগুলোতে একযোগে টিকাদান শুরু হয়েছে। জার্মানি, হাঙ্গেরি ও স্লোভাকিয়া শনিবার (২৬ ডিসেম্বর) সকালে টিকা পাওয়ার পর দুপুর থেকেই টিকাদান শুরু করেছে। ইইউ ভুক্ত অন্যান্য দেশেও রোববার থেকেই টিকাদান শুরু হচ্ছে।

ওএফ