২০তম বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে রক্তদানে সচেতনতা তৈরি ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করতে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। এতে বাংলাদেশসহ অন্য দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৩ জুন) রক্তদান কার্যক্রমটি চীনের চিয়াংশি প্রদেশের নানছাং শহরে অনুষ্ঠিত হয়। রক্তদান কার্যক্রমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংগঠন ‘লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন’ এর ২০ জন সদস্য রক্তদান করে।

রক্তদান শিবিরটি যৌথভাবে আয়োজন করে চিয়াংশি প্রাদেশিক স্বাস্থ্য কমিটি, চিয়াংশি রেড ক্রস সোসাইটি, চিয়াংশি প্রাদেশিক সামরিক নিরাপত্তা ব্যুরো, চিয়াংশি প্রাদেশিক ব্লাড সেন্টার ও নানছাং সিটি সেন্ট্রাল ব্লাড স্টেশনসহ অন্যান্য সংগঠন।

চিয়াংশি প্রাদেশিক সরকারের ভাইস গভর্নর শি খ্য ও চিয়াংশি প্রাদেশিক স্বাস্থ্য কমিশনের পার্টি কমিটির সদস্য লুও লিশেং অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তৃতা করেন।

বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী এবং লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম বলেন, রক্তদান করা সব দানের মধ্যে একটি মহৎ ও বিশুদ্ধ দান। আমার দান করা রক্তের কারণে যদি একজন ব্যক্তির বেঁচে থাকা সহায়ক হয়, এটা খুব আন্দদের ভালো লাগার বিষয়ও বটে। রক্ত দিয়ে অন্যের মঙ্গলে অবদান রাখার মাধ্যমে ইতিবাচক প্রভাব ফেলার এটি একটি অনন্য সুযোগ। আমাদের অ্যাসোসিয়েশনের প্রায় ২০ জন ভলান্টিয়ার এখানে রক্তদান কার্যক্রমে অংশ নিতে এসেছেন। আমরা বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে রক্তদানের মাধ্যমে বৈশ্বিক প্রেক্ষাপটে লেই ফাংয়ের চেতনাকে প্রচার করতে চাই।

রক্তদান কার্যক্রমে অংশগ্রহণ করেন বাংলাদেশ, রুয়ান্ডা, মরক্কো, তানজানিয়া, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে আগত চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

/এসএসএইচ/