আপনি কি নিউইয়র্কের বাসিন্দা? তাহলে শিগগিরই মানিব্যাগটি খুলে আপনার রাজ্যের পরিচয়পত্রটি যাচাই করুন। আপনার নিউইয়র্কের পুরনো আইডিটিকে রিয়েল আইডিতে আপগ্রেড করার সময়সীমা কিন্তু দ্রুত ফুরিয়ে আসছে। 

আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটে উঠতে আপনার রিয়েল আইডি লাগবে। রিয়েল আইডি ছাড়া বা পাসপোর্ট ছাড়া আপনাকে অভ্যন্তরীণ ফ্লাইটে উঠতে দেওয়া হবে না। তবে নিউইয়র্কের পুরনো আইডি দিয়ে আপনি অন্যান্য অফিসিয়াল কাজ চালিয়ে যেতে পারবেন। 

রিয়েল আইডি কী? 
রিয়েল আইডি হচ্ছে রাষ্ট্রের জারি করা একটি ফেডারেল প্রোগ্রাম যাতে আইডির সুরক্ষার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। যদিও এই প্রোগ্রামটি আমেরিকান নাগরিক স্বাধীনতা ইউনিয়ন বা এসিএলইউ বিরোধিতা করে আসছে। তারা বলছে, এটি সরকারের একটি জাতীয় আইডি তৈরির প্রয়াস। এর মাধ্যমে ফেডারেল সরকার আমেরিকার জনগণ সম্পর্কে আরও বেশি তথ্য সংগ্রহ করবে। যা ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। 

কখন এই আইনটি পাস হয়? 
রিয়েল আইডি’র আইনটি ২০০৫ সালে পাস হয়। তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে এই আইন পাস হয়। এরপর প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে এই আইনের প্রয়োগ হয়নি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই আইন প্রয়োগের সময়সীমা ২০২০ সালের অক্টোবর পর্যন্ত করা হয়। করোনাভাইরাসের কারণে সেই সময়সীমা এক বছর বাড়িয়ে ২০২১ সালের অক্টোবর করা হয়েছে।  

সময়সীমা কি আরও বাড়ানো হবে? 
এখনও পর্যন্ত নিউইয়র্কে রিয়েল আইডির সময়সীমা আরও বাড়ানোর বিষয়ে কোনো আইনি খসড়া পাওয়া যায়নি। তারপরেও নির্বাহী আদেশের মাধ্যমে নিউইয়র্কের গভর্নর ইচ্ছে করলে এর সময়সীমা বাড়াতে পারে। আপনার যদি রিয়েল আইডি করা না থাকে তবে আগামী ১ অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে ওঠার জন্য পাসপোর্ট উপস্থাপন করতে হবে।

কোথায় রিয়েল আইডি করবেন? 
নিউইয়র্কে রিয়েল আইডি শুধুমাত্র ডিএমভিতে প্রসেস করা হয়। রিয়েল আইডি আর স্ট্যান্ডার্ড নিউইয়র্ক স্টেট ড্রাইভিং লাইসেন্স দেখতে প্রায় একই রকম। তবে এটি পাওয়ার জন্য আপনাকে ডিএমভিতে গিয়ে নিজের পরিচয়, আপনার নিউইয়র্ক রেসিডেন্সি, দেশে আপনার আইনি উপস্থিতি এবং আপনার সামাজিক সুরক্ষাস্থিতি প্রমাণ করতে হবে। এটি করার ফলে আপনি আপনার লাইসেন্সটিতে স্টার আইকন পাবেন, যার অর্থ এটি রিয়েল আইডি আইন মেনে তৈরি করা হয়েছে। 

আরও কী জানা উচিত? 
রিয়েল আইডি লাইসেন্স পেতে আপনার অতিরিক্ত খরচ লাগবে না। গাড়ি চালাতে এই আইডি আপনাকে নিতে হবে না বা এটি বাধ্যতামূলক নয়। স্ট্যান্ডার্ড নিউইয়র্ক স্টেট ড্রাইভিং লাইসেন্স দিয়েই আপনি গাড়ি চালাতে পারবেন। আর যাদের বয়স ১৮ বছরের নিচে এবং তাদের সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক থাকলে বিমানে উঠতে তাদের রিয়েল আইডি লাগবে না।

এইচকে