প্রথমবার এনআইডি পেলেন আমিরাত প্রবাসীরা
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রথমবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেলেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার (১০ জুলাই) আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের এনআইডি দেওয়ার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।
বিজ্ঞাপন
বাংলাদেশ দূতাবাস আবুধাবির কাউন্সিলর সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাংগীর আলম। এতে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের মিনিস্টার (শ্রম ও কল্যাণ) আবদুল আওয়াল।
বিজ্ঞাপন
গত ১৩ জুন থেকে স্মার্টকার্ডের পরীক্ষামূলক কাজ শুরু করে আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেট। এরপর চলতি মাসের শুরু থেকে প্রশিক্ষিত লোকবল দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করে এই দুই মিশন।
এর আগে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দিতে নির্বাচন কমিশনের একটি কারিগরি দল গত ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করেছিল।
এরপর দূতাবাসের মাধ্যমে এনআইডি দেওয়ার কাজ তদারকিতে আমিরাতে আসেন নির্বাচন কমিশনের এনআইডি রেজিস্ট্রেশন উইংয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও ওয়েলফেয়ার উইংয়ের মহাপরিচালকসহ ১৮ সদস্যের একটি প্রশাসনিক ও কারিগরি টিম। এটি আমিরাতের মাধ্যমে একটি পাইলট প্রজেক্ট, যা পরবর্তীতে সফল হলে বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আগামী ১৩ জুলাই বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে, দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রায় ১০০ জন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড বিতরণের কথা রয়েছে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সীমিতভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন নেওয়ার প্রায় সাড়ে তিন বছরের মাথায় সরকার স্থানীয় দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে পুরোদমে এনআইডি সেবা দিতে যাচ্ছে দেশটিতে থাকা প্রবাসীদের।
/এসএসএইচ/