কুয়েতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল সকালে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দিবসের ওপর প্রেরিত বাণী পাঠ, ভিডিও চিত্র প্রদর্শনী ও উন্মুক্ত আলোচনা ইত্যাদি।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে দূতাবাসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। 

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিকেলে দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। উন্মুক্ত আলোচনায় প্রবাসীরা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে অনুসরণের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

কেএ