দক্ষিণ আফ্রিকায় আসন্ন ব্রিকস সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২-২৪ আগস্ট জোহানসবার্গের সেনটনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এদিকে ২৩ আগস্ট ব্রিকস সম্মেলন কেন্দ্রস্থলে বিক্ষোভ কর্মসূচি করতে যাচ্ছে বিএনপি।

দক্ষিণ আফ্রিকা বিএনপি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

তারা জানান, ব্রিকস সম্মেলনে কেন্দ্রস্থলে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শান্তিপূর্ণ  বিক্ষোভ করবে দেশটিতে থাকা বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচি সফল করতে তারা ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশ ও ইউনিট শাখা নেতাকর্মীদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে যোগাযোগ করছে।

দক্ষিণ আফ্রিকা শাখা বিএনপি নেতা জহিরুল আলম তরুন বলেন, কেন্দ্রের নির্দেশ মেনে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করব। এটা বাস্তবায়ন করতে ২৩ আগস্ট নেতাকর্মী ও সমর্থকদের ব্রিকস সম্মেলন কেন্দ্রস্থলে জড়ো হতে বলা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন ভাগে বিভক্ত নেতাকর্মীরা কার নেতৃত্বে সেখানে কর্মসূচি পালন করবেন তা নিয়ে রয়েছে সন্দিহান। তবে বিএনপির নেতাকর্মীরা বলছেন, দুটি গ্রুপ আলাদাভাবে দক্ষিণ আফ্রিকার আইনশৃঙ্খলা বাহিনী থেকে বিক্ষোভ করার অনুমিত নিয়েছে।

বিএনপির একাধিক নেতা শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে দ্বিমত পোষণ করে জানান, এখানে বেশিভাগ মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে আছে। অনেকেরই বৈধ কাগজ নেই। বাড়াবাড়ি করা ঠিক হবে না। কোনো কারণে আইনশৃঙ্খলা বাহিনী যদি আমাদের  ওপর বিরক্ত হয় তাহলে এ দেশে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। এটা আমেরিকা, লন্ডন না।

দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার রূপম রহমান জানান, বিরোধী পক্ষ যদি প্রধানমন্ত্রী বরাবর কোনো দাবি পেশ বা সাক্ষাৎ চান তাহলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

এমএ