বাংলাদেশের উন্নয়নের গল্প এখন বিশ্ববাসী শুনতে চায়
আমিরাতের আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এমন একটি উচ্চতায় নিয়ে গেছেন। যার দরুন আমাদের দেশের উন্নয়নের গল্প এখন বিশ্ববাসী শুনতে চায়। এই উন্নয়নের সুফল আমরা এবং আমাদের সন্তানরা সবাই ভোগ করছি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২৫ আগস্ট) আল-আইন বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে স্থানীয় একটি হোটেল বল রুমে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
সভায় আল আইন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলতাফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাই কথায় না, কাজে দেখিয়ে দিতে হবে।
পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব ও সাংগঠনিক মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন (বাবুল)।
বিজ্ঞাপন
প্রধান বক্তার বক্তব্যে বাবুল বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সমগ্র বাঙালি জাতির সাথে সারাবিশ্ব হতভম্ব হয়ে পড়ে। এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে যা এখনো বোবা কান্নায় অশ্রু ঝরায় মানব অন্তরে।
এতে বিশেষ অতিথি ছিলেন আল আইন বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ সিআইপি, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী।
সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সেকান্দর সান, আব্দুল কাদের সিদ্দিকী, মোহাম্মদ ইউনুস সিআইপি, শওকত আকবর, নাছির তালুকদার, আবুল কাশেম, জহিরুল হক, মনিরুল হক (টুটুল), মনছুর, মোহাম্মদ রফিক, মোহাম্মদ করিম, মোহাম্মদ আইয়ুব, আবুল খায়র মিলন, হারুন অর রশীদ মোহাম্মদ জয়নাল, নজরুল ইসলাম (নয়ন) প্রমুখ।
এমএ