দক্ষিণ আফ্রিকায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দক্ষিণ আফ্রিকায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার সময় জোহানসবার্গে ফোর্ডসবার্গের একটি রেস্টুরেন্টে দক্ষিণ আফ্রিকা বিএনপি (নর্থ) শাখা আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
জহিরুল আলম তরুণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মমিনুল হক মোমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মির হোসেন মিরু, আরিফুর রহমান, কফিল উদ্দীন, হাবিবুর রহমান, মামুন ও নাজমুল হক।
বিজ্ঞাপন
বক্তব্যে নেতারা তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, বলিষ্ঠ নেতৃত্বের কারণে সরকার ১৩ বছরে হাজার হাজার মামলা-হামলা, জেল-জুলুম দিয়ে বিএনপিকে নিঃশেষ করতে চেয়ে ব্যর্থ হয়েছে। এসময় তারা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সরকারের প্রতি দাবি জানান।
বিজ্ঞাপন
আলোচনা শেষে বিশেষ মোনাজাতে খালেদা জিয়ার দীর্ঘ আয়ু কামনা করেন বিএনপি নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে দক্ষিণ আফ্রিকায় প্রায় দুইশতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এফকে