নানা জমজমাট আয়োজনের মধ্যদিয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানে নঈম আল নুর গ্রুপের সপ্তম প্রতিষ্ঠান 'আল জাওরাক সেইল অব ফুড স্টাফ' এর উদ্বোধন হয়েছে। আজমান নাইমিয়াতে ফিতা এবং কেক কেটে এ বাংলাদেশি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

হাটহাজারী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন তারেক ও যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ মোবারকের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মুহাম্মদ তৈয়ব আলম।

নঈম আল নুর গ্রুপের চেয়ারম্যান নঈম উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শারজাহ বাংলাদেশ সমিতির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নঈম আল নুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ রুবেল, বাংলাদেশি কমিউনিটির নেতা আরশাদ হোসেন হিরু, সি.আই.পি সেলিম, আজম খান, আমির হোসেন, সি.আই.পি হাজী সেলিম, মাওলানা আব্দুল কাদের, একরামুল হক চৌধুরী, কাজী ফিরোজ আহমদ, মোহাম্মদ নাসের, মুহাম্মদ ল জসিম, আব্দুল হালিম মোহাম্মদ রফিক, মঈন উদ্দিন, ছৈয়দ নুর, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ হাসান, সরোয়ার মোহাম্মদ ওসমান, সাংবাদিক ইশতিয়াক আসিফ, মাকসুদ, সেলিম সহ হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত এবং কমিউনিটির অসংখ্য নেতৃবৃন্দ ও প্রবাসীরা।

তাদের নতুন এই প্রতিষ্ঠানে সকল কিছুই তরতাজা ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে বলে জানান গ্রুপের চেয়ারম্যান নঈম উদ্দীন।

এমএসএ