সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশিদের বসবাস। এরা বিভিন্ন সেক্টরে দক্ষ কর্মী হিসেবে রয়েছে। সেই দেশের প্রতিটি প্রদেশে খোলা হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় আজমানে জান্নাত গ্রুপের একটি বাংলাদেশির ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে।

বেশ কিছু বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরে সন্তুষ্ট প্রকাশ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকরা। জান্নাত গ্রুপের এটি তৃত্বীয় প্রতিষ্ঠান। স্থানীয় জারফে কেক এবং ফিতা কেটে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

ব্যবসায়ীরা বলেন, এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আগামীতে প্রবাসীরা এ ধরনের ব্যবসার সম্প্রসারণ বৃদ্ধি করে এ অঙ্গরাজ্যের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, মালটা কোম্পানির সিইও আমির সাইদ খান, ব্যবস্থাপনা পরিচালক সজিব, বেলাল এবং আব্দুল কারিম। জান্নাত গ্রুপের প্রথম এবং দিত্বীয় শাখা আজমান চানাইয়াতে।

প্রতিষ্ঠানগুলোতে জাপানিজ, এমেরিকান, কোরিয়ান এবং জার্মানির জেনুয়িন এবং নন জেনুয়িন সকল ধরণের পার্টস ব্যাটারি এবং অয়েল পাওয়া যাবে। এছাড়াও সুলভ মুল্যে এবং আশেপাশের এরিয়াতে ফ্রি ডেলিভারি সুবিধাও রাখা হয়েছে।

এমএসএ