মিশিগানে বৃহত্তর কুমিল্লাবাসীর বনভোজন
মিশিগানে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর কুমিল্লাবাসীর বাৎসরিক বনভোজন। রোববার হ্যারিসন টাউনশিপের লেইক সেন্ট ক্লেয়ার মেট্রোপার্কে এ বনভোজনের আয়োজন করে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন।
মিশিগানে বসবাসকারী গ্রেটার কুমিল্লাবাসীকে এক জায়গায় এনে পারস্পারিক সম্পর্কের ভিত্তি মজবুত করার লক্ষ্যে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
বিজ্ঞাপন
আনন্দঘন এ আয়োজনে সপরিবারে অংশগ্রহণ করেন মিশিগানে বসবাসকারী বৃহত্তর কুমিল্লার মানুষেরা। মেতে ওঠেন গানবাজনা, খেলাধুলা ও আনন্দ আড্ডায়।
বিজ্ঞাপন
১৯৯০ এর দশক থেকে মিশিগানে বসবাস করেন কুমিল্লার মানুষেরা। নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে যুক্ত রাখার অনন্য এক আয়োজন এ বনভোজন। একই সঙ্গে অনেকের সঙ্গে সাক্ষাতের বিরল সুযোগ এনে দেয় এটি; বলছেন আয়োজকরা।
কেবল বড়রা নয়, ছোটরাও আনন্দিত এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নিয়মিত এমন আয়োজন হোক এমনটাই প্রত্যাশা অংশগ্রহকারীদের। এমন একটি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন তারা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লিয়াকত আলী খান, নজরুল চৌধুরী, সাইফুল আলম, আরিফ নগর, শরীফুল হুসাইন, গোলাম কিবরিয়াসহ অনেকে।
এসএম