দক্ষিণ আফ্রিকায় যুবলীগের নেতাকর্মীদের উদ্যোগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।

রেববার (১ অক্টোবর)  জোহান্সেনবাগের জামিসটনের  লেক বিকটোরিয়ায় শেখ হাসিনার জন্মদিন পালন করে যুবলীগের নেতাকর্মীরা।

মোহাম্মদ সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকা যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী একেএম লোকমান হোসেন অপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এ খাঁন রহিম। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রাহিদুল ইসলাম জনি, মিজান বেপারী, মো. রুবেল, মোহাম্মদ রফিক প্রমুখ।

শেখ হাসিনার জন্মদিনের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগের বিকল্প কোনো দল গড়ে ওঠেনি। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় আনার জন্য সবার প্রতি আহ্বান জানান। 

আলোচনা শেষে জন্মদিনের কেক কাটেন নেতাকর্মীরা।

এমএ