উচ্চশিক্ষার প্রসার ও গুণগত মানোন্নয়নে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন উচ্চশিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা।

শুক্রবার (৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের  বস্টন ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত সেমিনারে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে সরকারের প্রত্যক্ষ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তারা। ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের ক্যাম্পাসে সেন্টারে বলরুমে দিনব্যাপী এ আয়োজনে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্টরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশে উচ্চশিক্ষা প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের কথা স্বীকার করে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই শিক্ষার গুণগতমান বজায় রাখার দিকে মনোযোগী হতে হবে। এছাড়া গবেষণা ও উদ্ভাবনী শিক্ষাকে উৎসাহিত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

সেমিনারে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি ড. আবু তাহের সংখ্যা বিবেচনায় না নিয়ে শিক্ষার সামগ্রিক পরিবেশের মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইংল্যান্ড উচ্চশিক্ষা বিষয়ক কমিশন-এনইসিএইচই’র ভাইস প্রেসিডেন্ট ড. ক্যারোল অ্যান্ডারসন। আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম প্রণয়নের পাশাপাশি কীভাবে উচ্চশিক্ষার স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা বাড়ানো যায়, যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ব্র্যান্ডিং করা এবং র‍্যাংকিংয়ে একটি গ্রহণযোগ্য অবস্থান অর্জন করা সম্ভব হয়, এ নিয়েও আলোচনা করেন তারা।

সেমিনারে সাম্প্রতিক প্রযুক্তি বিশ্বে সাড়া জাগানো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, মেটাভার্স প্রযুক্তির বিকাশ, নৈতিক অবস্থান, আইনি চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও গবেষকরা। নতুন এসব প্রযুক্তি পরবর্তী স্তরের উচ্চশিক্ষায় কীভাবে ব্যবহার করা যায়, তার প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন অন্যতম কি-নোট আলোচক ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি-এমআইটির অধ্যাপক ড. অনন্ত আগরওয়াল।

বাংলাদেশের নর্থসাউথ বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এআইইউবির সহযোগিতায় ‘ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট’ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইকবাল ইউসুফ এবং ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের অধ্যাপক ড. নুরুল আমান।

এছাড়া সেমিনারে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর যোগাযোগ, গবেষণা সহযোগিতাসহ ছয়টি ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ড. জুনায়েদ কামাল আহমেদ, এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস ডার্টমাউথের অধ্যাপক ড. মোহাম্মদ করিম, ফ্রেমিংহাম স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. স্যান্ড্রা রহমান ও ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্টের সিনিয়র রিসার্চ ফেলো ড. আবদুল্লাহ শিবলিসহ আরও অনেকে।

এতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসক, গবেষক এবং স্টেক হোল্ডারদের পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচির মাধ্যমে উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

/এসএসএইচ/