জার্মানির নর্থ রাইন ভেস্ট ফালেন শাখার ডুসেল ড্রপ মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সম্মেলনের শুরুতে কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সম্মেলনে সকল কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য মো. সুরুজ আলীকে সভাপতি, মো. খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো. রিজভীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা আমিনুর রহমান খসরু, মহসিন হায়দার মনি, জাহাঙ্গীর হোসেন, নুরুল ইসলাম ও সহ সভাপতি নুর -ই- হাসানাত শিপন। সম্মেলনে সভাপতিত্ব করেন নর্থ রাইন ভেস্ট ফালেন শাখার সভাপতি যুবরাজ তালুকদার। 

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম, কায়সার উল আলম, শাহজাহান ভুঁইয়া ও মেহেদী হাসান। 

এ ছাড়া জার্মান আওয়ামী লীগের নেতা নোমান হামিদ সংগঠনের সাংগঠনিক নিয়ম-নীতি নিয়ে বক্তব্য রাখেন। 

জার্মানির বিভিন্ন শহর থেকে আসা নেতাকর্মীরা জার্মান আওয়ামী লীগের নেতৃত্বদানকারীদের অভিনন্দন জানান। 

বক্তারা সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে শেখ হাসিনাকে জাতীয় স্বার্থে আবারও ক্ষমতায় আনার অঙ্গীকার করেন।

সভা পরিচালনা করেন নর্থ রাইন ভেস্ট ফালেন শাখার সাধারণ সম্পাদক
মোবাশ্বের হোসেন সুমন ও জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন।  

এনএফ