ইসরায়েলি আগ্রাসনে নিরপরাধ ফিলিস্তিনি মুসলিমদের হত্যার প্রতিবাদে মালদ্বীপের রাজধানী মালেতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা। 

শুক্রবার (১২ অক্টোবর) মালের আর্টিফিশিয়াল ব্রিচ এলাকায় ইসরা জামিয়ার আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো বিশ্বের প্রতিটি মুসলমানের ঈমানই দায়িত্ব। একইসঙ্গে সারাবিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে ইসরায়েলকে প্রতিহত করার আহ্বান জানান তারা। 

এ বিক্ষোভ সমাবেশে মালদ্বীপের স্থানীয় নাগরিকদের সঙ্গে দেশটিতে অবস্থিত বিভিন্ন দেশের প্রবাসী মুসলমানরা অংশ নেন। এছাড়া অসহায় ফিলিস্তিনিদের জন্য অর্থ সহায়তা ব্যাংক অব মালদ্বীপের (7770000062741) এই অ্যাকাউন্ট নম্বরে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

এমজে