সিলেটের গোয়াইঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ বলেছেন, গোয়াইনঘাটের মানুষের যখনই প্রয়োজন হয়েছে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে করোনা ও বন্যার সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছে। এছাড়া এলাকার মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দান-সহায়তার পাশাপাশি অসুস্থ দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তার হাত প্রসারিত করে অনন্য নজির স্থাপন করেছে। মানবতার কল্যাণে কাজ করে অভীষ্ঠ লক্ষ্যে এগিয়ে চলেছে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চেয়ারম্যান ফারুক আহমদ অ্যামেরিকার মিশিগান স্টেট সফরে এলে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান তাকে সংবর্ধনা দেয়। স্থানীয় সময় রোববার (১৫ অক্টোবর) হ্যামট্রামিক সিটির একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর সংগঠনের পক্ষ থেকে তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন কবি হেলাল উদ্দিন রানা, নারায়ণ গুপ্ত ও জাফর ওবায়েদের স্বরচিত কবিতা পাঠ। এরপর সবাই একসঙ্গে বসে প্রীতিভোজ করেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ জেড এম ওবায়দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট দীপক চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জালাল উদ্দিন, মনাফ আহমেদ বাবুল, মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ চান, মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুস শাকূর খান মাখন, ফিজারল্যান্ড স্কুল বোর্ডের ট্রাস্টি খাজা শাহাব আহমেদ, ওয়ারেন সিটির এটলাজ প্রার্থী জসলিন হাওয়ারড, ক্রিসটাল সাম্পসন, মিশিগান স্টেট আওয়ামী লীগ সেক্রেটারি আবু আহমেদ মুসা, মহানগর আওয়ামী লীগ সেক্রেটারি মোহাম্মদ মোতালেব।

এছাড়াও বক্তব্য দেন নজরুল রহমান, এমএ সালাম, রমিজ উদ্দিন, আবদুল লতিফ বাবুল, কামাল আবেদীন, গোলাম আজম মাসুক, হেলাল উদ্দিন, শাহরিয়ার কবির, আব্দুর রকিব, জুয়েল মাহমুদ, ফরিদ উদ্দিন, জামালুর রহমান, তরিক উদ্দিন, শাহজাহান রহমান মফিজ, আব্দুল খালিক, মো. শুয়াইব, দিলওয়ার হোসনে, খাজা আফজাল প্রমুখ।

এসএসএইচ