খালেদা জিয়ার মুক্তির দাবিতে মালদ্বীপ বিএনপির প্রতিবাদ সভা
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অবিলম্বে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ সভা করেছে মালদ্বীপ বিএনপি। শুক্রবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে তিনি অবিলম্বে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসাসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
বিজ্ঞাপন
প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যোগ দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো. মেহের মিয়া রানা, সহ সভাপতি মো. হোসেন সুমন, মো. শাহ আলম, মো. আলতাব হোসেন, মোহাম্মদ আলমগীর মজুমদার, মোহাম্মদ হাফিজুর রহমান, মো. বিল্লাল হোসেন, আলতাফ হোসেন, এরশাদ মোল্লা, আলমগীর মজুমদার, বিল্লাল হোসেন, আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, শফিকুল ইসলাম, এনামুল হোক, সহ সাংগঠনিক মনির হোসেন, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজি, মো. হালিম ভু্ঁঞা, খাইরুল আমিন প্রধান, মো. জয়নাল আবেদীন, মো. আলি, পিয়াস হাসান, আব্দুল কাদের, আবুল কালাম, ক্রীড়া সম্পাদক মো. মামুন, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, মো. নুর নবী মানিক, মো. মহিউদ্দিন প্রমুখ।
শেষে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসএসএইচ