সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছেনু আরা বেগম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে ওমরাহ পালন করতে সৌদি আরবে যান ছেনু আরা বেগম। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কিং মালিক আবদুল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ছেনু বেগম মারা যান।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মসজিদুল হেরামে ফজরের নামাজের পর জানাজা শেষে সরাইয়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

নিহত ছেনু আরা বেগমের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায়।

এসএসএইচ