গাজায় গণহত্যার প্রতিবাদে টরন্টোতে প্রতিবাদ সমাবেশ
গাজায় গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশি কানাডিয়ানরা। স্থানীয় সময় শনিবার (২১ অক্টোবর) টরন্টোর ডেনফোর্থের বাংলা টাউনে এ সমাবেশ করা হয়।
এসময় অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা এমপিপি ডলি বেগম এই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
প্রগতিশীল গণতান্ত্রিক ঐক্য-পিডিআই কানাডা এই সমাবেশের আয়োজন করে। প্রচণ্ড কনকনে ঠান্ডা উপেক্ষা করে বাংলাদেশি কানাডিয়ানরা এই সমাবেশে অংশ নেন।
বিজ্ঞাপন
এসময় পিডিআইর মাহবুব আলম, আজফার সাইয়িদ, মনির জামান রাজু, চলচ্চিত্র নির্মাতা এনায়েত করীম বাবুল, সাংবাদিক শওগাত আলী সাগর, উদীচী কানাডার মিনারা বেগম, মাহবুব চৌধুরী রনিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন।
এমএ