গ্রিসে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সোমবার (২৩ অক্টোবর) পূজা চলাকালে এথেন্সের ওমোনিয়ায় আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নেতারা। বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি দেওয়ান আনোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনটির সহ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ অনেকে মণ্ডপে যান। পূজামণ্ডপ পরির্দশন করে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন।

তার আগে পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

শারদীয় এ পূজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী পূজারি ও ভক্তদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করতে দেখা যায়।

গ্রিস প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সংগঠন ‘হিন্দু কমিউনিটি ইন গ্রিস’ দেশটিতে গত ১৫ বছর ধরে নানা আয়োজনে পূজা উদযাপন করে আসছে।

এসএসএইচ