মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, গাজা যুদ্ধের কারণে ইসরায়েলি সরকারের সমালোচনা করায় ‘শান্ত’ থাকতে পশ্চিমারা হুমকি দিয়েছিল।

ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে মঙ্গলবার (২৪ অক্টোবর) মালয়েশিয়ার বুকিত জলিল স্টেডিয়াম আজিয়াটা এরিনায় আয়োজিত বিশাল এক সমাবেশে ২০ হাজার মানুষের উপস্থিতিতে তিনি বলেন, আমি ভীত হব না এবং ফিলিস্তিনি জনগণের পাশে অবিচল থাকব।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী মোহাম্মদ সাবু, যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রী ফাহমি ফাদজিল এবং উপ-অর্থমন্ত্রী আহমেদ মাসলান এবং স্টিভেন সিম।

আনোয়ার ইব্রাহিম পশ্চিমা সরকারগুলোরও নিন্দা করেছেন, যারা নৃশংসতা সত্ত্বেও তেল আবিবকে সমর্থন করেছে। তিনি বলেন, আমরা ফিলিস্তিনের পাশে ছিলাম, আছি এবং থাকব।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিছু দিন আগেই সংঘাতের জন্য পশ্চিমাদের শক্ত অবস্থানকে দায়ী করেছিলেন। তিনি হামাসের নিন্দা করতে পশ্চিমাদের প্রস্তাব প্রত্যাখ্যানও করেছিলেন।

৭ অক্টোবর ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে গোষ্ঠীটির আকস্মিক হামলার পর ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

গাজায় ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে, যাদের প্রায় অর্ধেক শিশু।

এসএসএইচ