জার্মান আওয়ামী লীগের হেসেন প্রদেশ শাখার ত্রিবার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন হেসেন প্রদেশ আওয়ামী লীগের সভাপতি নুর-ই-হাসনাত শিপন। ত্রিবার্ষিক সম্মেলন পরিচালনা করেন জার্মান আ.লীগের সাংগঠনিক সম্পাদক কায়সার উল আলম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি বশির উল আলম চৌধুরী সাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, সিনিয়র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া, উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, উপদেষ্টা মোস্তফা হান্নান, সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, ইসমাইল নেসার, সহ সভাপতি ইমরান খান, জামশেদ আলম রানা, মান্নান খান, রিপন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মোল্লা মিঠু, নীতিশ কুন্ডু, দেলোয়ার জাহিদ বিপ্লব ও আমানুল্লাহ ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম, আবুল কালাম, সুখেন সাহা, মেহেদী হাসান, প্রচার সম্পাদক রহিম মিনার মৃধা, পিলাপ মালিক, ছাত্রলীগ নেতা কাজী সাজিদ আহমেদ।

এতে বিশেষ সাংগঠনিক বক্তব্য দেন নর্থ রাইন ভোস্ট ফালেন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন সুমন। সভার প্রধান বক্তা হিসেবে মূল্যবান সাংগঠনিক বক্তব্য দেন জার্মান আ.লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী।

দ্বিতীয় অধিবেশনে সম্মেলন পরিচালনা করেন কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন। নবনির্বাচিত জার্মান আ.লীগ হেসেন প্রদেশ শাখার সভাপতি নুর-ই-হাসনাত শিপন এবং সাধারণ সম্পাদক সাইফ ইদ্দিন রিচার্ডের নাম ঘোষণা করা হয়।

এর পরপরই উপস্থিত নেতারা ফুলেল শুভেচ্ছায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। এছাড়াও জার্মান আওয়ামী লীগের নেতা নোমান হামিদকে জার্মান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়। সম্মেলনে তিনি শুভেচ্ছা বক্তব্য দেন।

এসএসএইচ