ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার সম্মেলনকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় আগামী ১১ নভেম্বর ভেনিস আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন।

এ উপলক্ষ্যে ‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেখ হাসিনার সরকার বারবার দরকার’— এই স্লোগানে শাহাদাত হোসেনের সমর্থক এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জেল হত্যা দিবসে চার নেতার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ভেনিসের মেস্ত্রে ঢাকা বিরিয়ানি হাউজে আয়োজিত আলোচনা সভায় দলীয় কর্মকাণ্ড তুলে ধরেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদাত হোসেন। 

এতে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম। পরিচালনা করেন মাকসুদ রহমান।

সভায় বক্তব্য রাখেন ভেনিস আওয়ামী লীগের আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালী, ভেনিস শাখা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভেনিসের সভাপতি মোহাম্মদ আলী, ভেনিস আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মুক্তার মোল্লা ও মুন্সিগঞ্জ জেলা সমিতি ভেনিসের সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান হাওলাদারসহ অনেকে। 

অন্যদের মধ্যে সাবেক ছাত্রনেতা সুমন মিয়া, বেল্লাল হোসাইন, আজাদ খান, ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু, মুরাদ ঢালীসহ আরও অনেকে বক্তব্য রাখেন। 

এ আলোচনা সভায় প্রায় শতাধিক স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও শাহাদাত হোসেনের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিত সকলের সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক সহসভাপতি সিনিয়র নেতা রেহান উদ্দিন দুলাল এবং ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনু দেওয়ান। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

কেএ