আবুধাবিতে জাতীয় সংবিধান দিবস পালিত
সংযুক্ত আরব আমিরাতে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৪ নভেম্বর) আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের শ্রম কাউন্সেলর হাজারা সাব্বির হোসেন।
বিজ্ঞাপন
এদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দূতাবাস, জনতা ব্যাংক, বাংলাদেশ সমিতি, বিমান, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনে পুষ্পস্তবক অর্পণ করে। পরে দূতাবাসের আইন কর্মকর্তা রেজাউল আলমের কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করেন শ্রম কাউন্সেলর লোকাল লুতফুন নাহার নাজিম ও কাউন্সেলর পাসপোর্ট সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জায়েদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর হাবিবুল হক খন্দকার, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি ইউএইর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক আবু তাহের, জনতা ব্যাংক ইউএইর প্রধান নির্বাহী কামরুজ্জামান, জাকির হোসেন জসিম প্রমুখ।
বিজ্ঞাপন
সভায় রাষ্ট্রদূত বলেন, জাতির জনক যুদ্ধবিধ্বস্ত দেশে শোষণ ও বৈষম্য মুক্ত সমাজ এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় একটি যুগোপযোগী সংবিধান উপহার দিয়ে গেছেন, যার আলোকে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নিরলস কাজ করছেন তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী।
এসএসএইচ