দেশে ছুটিতে গিয়ে কোরিয়া প্রবাসীর মৃত্যু
দক্ষিণ কোরিয়া প্রবাসী ইপিএস কর্মী এজাজুল হক (৩০) নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি মেহেরপুর জেলা সদরের সদর ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, দক্ষিণ কোরিয়ার পুচ্ছন সিটির সংউরি নামক এলাকায় একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কর্মরত ছিলেন এই বাংলাদেশি।
বিজ্ঞাপন
সূত্রে জানা যায়, কোরিয়া প্রবাসী মোহাম্মদ এজাজুল হক কোরিয়াতে কর্মরত ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি থেকে ছুটি নিয়ে কিছুদিন আগে দেশে যান। দেশে যাওয়ার পর মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
এদিকে একজন রেমিট্যান্স যোদ্ধা ও সহকর্মীর মৃত্যুর কোরিয়া প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কমিউনিটির নেতারা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিজ্ঞাপন
এসএসএইচ