দক্ষিণ কোরিয়ায় সংবিধান দিবস পালিত
দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস-২০২৩’ পালিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সিউলের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিশেষ দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। পরে ‘জাতীয় সংবিধান দিবস’-এর তাৎপর্যের ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন, দূতাবাসের কর্মকর্তারা ও প্রবাসী বাংলাদেশিরা আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচকরা বাংলাদেশের সংবিধানের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্যের ওপর আলোকপাত করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান সংবিধান সমুন্নত রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এনআই/এসএসএইচ