বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন জার্মানির যাত্রা শুরু
বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন নামে নতুন একটি সংগঠন যাত্রা শুরু করেছে জার্মানিতে। রোববার (৫ নভেম্বর) জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের একটি অডিটোরিয়ামে অনাড়ম্বর এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে প্রবাসী বাংলাদেশিদের এই সংগঠনটি।
বৃহত্তর নোয়াখালী অর্থাৎ নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা থেকে আগত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত হয়েছে এই সংগঠন। অভিষেক অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
সংগঠনটির অভিষেক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলমকে সভাপতি এবং মো. আবু তাহেরকে সংগঠনের সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়াও রেজা হক সিজার, আবু তোহা, তসলিম ইসলাম, বেলাল হোসেন, সাজ্জাদুর রহমান এবং ফারুক হোসেনকে সহ সভাপতি, জামশেদ আলম রানাকে সহ সাধারণ সম্পাদক, খালেদ মাহমুদ ও শওকত মজুমদারকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফয়েজ আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন জার্মানির সংগঠকেরা জানিয়েছেন, জার্মানিতে বৃহত্তর নোয়াখালীর তিন জেলা থেকে আগত প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকতে এবং বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সুস্থ ধারার সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্য তুলে ধরতেই সংগঠনটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
সংগঠনটির মাধ্যমে কমিউনিটির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তারা জানান।
এসএসএইচ