কানাডার ক্যালগেরিতে কালীপূজা উদযাপন
কানাডার বিভিন্ন প্রদেশে আনন্দ উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা চলছে। কানাডার স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম সংগঠন ‘আমরা সবাই’ এর আয়োজনে ক্যালগেরির স্ক্যান্দিনাভিয়ান সেন্টারে কালীপূজা উদযাপিত হয়েছে।
বাংলা সংস্কৃতিকে তুলে ধরে সাজানো হয়েছে পূজামণ্ডপ। নবপ্রজন্মের কাছে তুলে ধরছেন আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্তাকে।
বিজ্ঞাপন
বিশ্ববাসীর সুখ ও শান্তি কামনা করে করেছেন প্রার্থনা। বিভিন্ন বয়সের নারী-পুরুষের পদচারণায় মুখরিত কমিউনিটি হলের পূজামণ্ডপ।
বিজ্ঞাপন
দেশের মাটিতে পা রাখতে না পারলেও কানাডায় সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাঙালিরা কালীপূজাকে ঘিরে মেতে উঠেছেন আনন্দ উৎসবে। পূজা শেষে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় কমিউনিটি সেন্টারে উপস্থিত ছিলেন ‘আমরা সবাই’ এর প্রতিষ্ঠাতা সভাপতি রুপক দত্ত, সহ-সভাপতি জয়ন্ত বসু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএ