যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে প্রবাসী সনাতনী হিন্দু মন্দিরে শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন করা হয়েছে। গত রোববার (১২ নভেম্বর) রাতে এ উৎসব উদযাপিত হয়।

অধিবাসের মাধ্যমে শ্যামাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পুষ্পাঞ্জলি এবং ষোড়শ উপচারে দেবী কালির পূজার মধ্য দিয়ে অশুভ শক্তিকে পরাজিত করে কল্যাণের শক্তি লাভ করার লক্ষ্যে সন্ধ্যার পর পর সনাতনী হিন্দুরা শ্যামা পূজা উদযাপনের জন্য মন্দিরে সমবেত হয়।

শক্তি ও শান্তির দেবী শ্যামা দেবীর আগমন উপলক্ষ্যে আটলান্টিক সিটির সনাতনী হিন্দু সম্প্রদায়ের মনেপ্রাণে ও ঘরে ঘরে উৎসাহ-উদ্দীপনা, আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ঐদিন ঢাক-ঢোল, কাঁসর আর উলুধ্বনিতে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ।

শ্যামা পূজা পরিচালনা করেন সুভাষ চক্রবর্তী ও দেবস্বরূপ চক্রবর্তী। ভক্তকুলের মহাপ্রসাদ আস্বাদনের মাধ্যমে শ্যামা পূজা শেষ হয়। শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষ্যে প্রবাসী সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে বাড়িতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মধ্যে এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এসএসএইচ