স্পেনে বিপুল উৎসাহ উদ্দীপনা আর প্রাণের পরশে উদযাপিত হলো এটিএন বাংলা ইউকের ১৭তম বর্ষপূর্তি। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় স্পেনের মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার স্থানীয় একটি হলরুমে আয়োজিত বর্ষপূর্তি উৎসবে শামিল হয়েছিলেন মাদ্রিদ কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতারা, স্থানীয় সাংবাদিক প্রতিনিধি ও এটিএন বাংলার শুভাকাঙ্ক্ষীসহ অন্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটি এন বাংলা ইউকের শুভাকাঙ্ক্ষী ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার এবং সঞ্চালনা করেন এটিএন বাংলা ইউকের স্পেন প্রতিনিধি সিদ্দিকুর রাহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স। প্রধান অতিথি তার বক্তব্যে ১৭ বছর ধরে এটিএন বাংলা ইউকের পাশে থাকার জন্য মাদ্রিদ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বহু চড়াই-উতরাই পেরিয়ে আজ আমরা সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছি দর্শকদের সমর্থন নিয়ে।

তিনি আরও বলেন, মানসম্মত অনুষ্ঠানের কারণে বর্তমানে এই টেলিভিশন চ্যানেলটি দর্শকদের প্রথম পছন্দ। বর্তমানে এটিএন বাংলাদেশি চ্যানেলগুলোর মধ্যে শীর্ষে।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে কমিউনিটির নেতারা সুখে-দুঃখে পাশে থাকার জন্য এটিএন বাংলার প্রশংসা করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল ও সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, কাজী এনায়েতুল করিম তারেক, বর্তমান সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মসজিদ কমিটিরি সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সদস্য সচিব মো. দুলাল সাফা, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মুজাক্কির, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূইয়া কচি, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, এইচ এম দবির তালুকদার, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আবুল কাশেম মুকুল, সাধারণ সম্পাদক রাজু আহমদ, বৃহত্তর বিক্রমপুর মুন্সিগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সদস্য সচিব ইউনুছ আলী, সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আহমেদ আসাদুর রাহমান সাদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ সভাপতি ইফতেখার আলম, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক সাংবাদিক ফখরুদ্দীন রাজী, জসীম উদ্দিন বেপারী প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মোজাম্মেল হক মনু, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সোহেল আহমদ সামছু, আবুল হোসেন, এইচ এম মাসুদুর রহমান, আব্দুল মজিদ সুজন, আবুল কাশেম, কাউছার হোসেন টিপু, ইউছুফ আলী, বেলাল আহমেদ, আসাদ আলী, শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে আগত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন সিইও হাফিজ আলম বক্স এবং অনুষ্ঠানে আগত অতিথিরা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে খোরশেদ আলম মজুমদার সভাপতির বক্তব্যে বলেন, এটিএন বাংলা ইউকে টিকে থাকুক দাপটে, স্বল্প পরিসরে এই অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসএসএইচ