পোশাক শ্রমিকদের দাবি মানতে ‘পিডি আই কানাডা’র স্মারকলিপি
বাংলাদেশের পোশাক শ্রমিকের মজুরি পুনর্বিবেচনা, ২৫ হাজার টাকা মজুরি ঘোষণা, শ্রমিকদের ওপর হামলা, গ্রেপ্তার ও হত্যার প্রতিবাদে টরন্টোর কনসুলেট জেনারেল অফিসের মাধ্যমে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডি আই কানাডা) প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পিডি আইয়ের ৫ সদস্যের প্রতিনিধি দলের যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিকের নেতৃত্বে কনসাল জেনারেলের অফিসে এই স্মারকলিপি হস্তান্তর করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন— পিডি আই সমন্বক মাহবুব আলম, মিনারা বেগম, সোলাইমান তালুত এবং মনির জামান রাজু।
বিজ্ঞাপন
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২৫ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে দীর্ঘদিন থেকে শ্রমিকরা আন্দোলন করছে। কিন্তু মালিক পক্ষের প্রত্যক্ষ প্রভাবে মজুরি বোর্ড একতরফাভাবে ১২ হাজার ৫০০ মজুরি ঘোষণা করছে যা শ্রমিকরা প্রত্যাখ্যান করে রাজপথের আন্দোলনে আছে। শ্রমিকদের সাথে আলোচনা না করে মালিক পক্ষের স্বার্থ রক্ষায় সরকার বলপূর্বক আন্দোলন বন্ধ করার পদক্ষেপ নিয়েছে। যার ফলশ্রুতিতে রাজপথে শ্রমিকের রক্ত ঝরেছে। এই ঘটনার তীব্র নিন্দা এবং নিহতদের ক্ষতিপূরণ এবং দোষীদের শাস্তির দাবি করা হয়েছে।
স্মারকলিপিতে তারা অবিলম্বে নিম্নলিখিত ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবিগুলো হলো—
১। অবিলম্বে শ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দিতে হবে।
২। সরকার কর্তৃক প্রতিশ্রুত রেশন ব্যবস্থা চালু করতে হবে।
৩। আন্দোলনে নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
৪। আহতদের সরকারি ব্যবস্থায় চিকিৎসা দিতে হবে।
৫। আন্দোলন দমনের নামে যারা গুলি করে শ্রমিক হত্যা, মাস্তান লেলিয়ে আন্দোলনকে বাধা দিয়েছে, সেই সমস্ত দোষীদের শাস্তি দিতে হবে।
বিজ্ঞাপন
এমএ