সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওভারসিজ ব্যাংকিং ডিভিশন ইন্টারন্যাশনাল সার্ভিস উইংয়ের উদ্যোগে আয়োজিত ‘গ্রাহক ও সুধী সমাবেশ’।

মঙ্গলবার (১৪ নভেম্বর) শারজাহ মোবারক সেন্টার এশিয়ান প্যালেস বল রুমে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিফতাহ উদ্দীন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশনের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আইয়ুব।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী জাফর চৌধুরী সিআইপি, আমিরাত বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিকদার মুহাম্মদ শাফায়েত উল্লাহ ও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের হেড অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আমিন উল্লাহ পাশা।

আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের আমিরাত প্রতিনিধি মুহাম্মদ রাসেল চৌধুরী। এতে পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, ব্যাংকার, সাধারণ কর্মী, ব্যবসায়ী, সাংবাদিক ও নারী পেশাজীবীসহ আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের অধিকাংশ বৃহৎ শিল্প গ্রুপসহ তৈরি পোশাক শিল্প, হাউস বিল্ডিং, পরিবহন সেক্টর, শিল্প কারখানা ও কৃষি উন্নয়নসহ বিভিন্ন সেক্টরে ইসলামী ব্যাংক বিনিয়োগ করেছে। এর মাধ্যমে প্রায় ৮৫ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে পল্লী উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইসলামী ব্যাংক।

তারা  বলেন, দেশের এক তৃতীয়াংশ রেমিট্যান্স আহরণের মাধ্যমে এ ব্যাংক দেশের রিজার্ভ বৃদ্ধিতে অবদান রাখছে। এছাড়া আমদানি ও রপ্তানি বাণিজ্যে শীর্ষে অবস্থান করছে ইসলামী ব্যাংক। প্রবাসীরা স্বল্প ব্যয়ে, দ্রুত ও নিরাপদে তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে পারেন। 

এসময় সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ব্যাংকের বিষয়ে নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়।

কেএ