মিয়ানমারে দূতাবাসের উদ্যোগে সার্বজনীন স্বাস্থ্যসেবা দিবস পালিত
মিয়ানমারের ইয়াঙ্গুনে জাতিসংঘ ঘোষিত ‘সার্বজনীন স্বাস্থ্যসেবা দিবস-২০২৩’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্বস্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), ইউএনঅপস ও নরওয়ে, ডেনমার্ক, থাইল্যান্ড, সুইডেনসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন।
বিজ্ঞাপন
ইয়াঙ্গুনের জনস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রেক্টরসহ শিক্ষার্থীরা উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য দেন।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হেল্থ ফর অল: টাইম ফর একশন’ শীর্ষক বিষয়ের আলোচনায় অংশগ্রহণ করেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মো. মনোয়ার হোসেন। তিনি ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের সকল জনগণের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে উপস্থিত সবাইকে অবহিত করেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অগ্রগতির সূচকগুলো তুলে ধরে সার্বজনীন স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের বিষয়ে আলোকপাত করেন।
ইয়াঙ্গুন জনস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রেক্টর হ্লা হ্লা উইন তার বক্তব্যে মিয়ানমারের স্বাস্থ্যক্ষেত্রে চলমান বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। ওই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী মিয়ানমারের চলমান সামাজিক সুরক্ষা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মিয়ানমার কার্যালয়ের হেল্থ সিস্টেমসের উপদেষ্টা ডা. শক্তিভেল সেলভারাজ সার্বজনীন স্বাস্থ্য সেবায় শক্তিশালী হেলথ সিস্টেমসের প্রয়োজনীয়তা এবং এ লক্ষ্যে যথাযথ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় আরও বক্তব্য দেন ইয়াঙ্গুনে অবস্থিত সুইডেনের দূতাবাস প্রধান জ্যাকব স্ট্রোম, নরওয়ের দূতাবাসের প্রথম সচিব কেজেটিল লিওন বোর্ডভিক, ইউএনওপিএসের হেড অব প্রোগ্রাম ডা. আয়ে ইউ সো এবং ইউনিসেফের প্রতিনিধি।
এসএসএইচ