আবহমান গ্রাম বাংলার চিরায়ত রূপকে যেন তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে বহুসংস্কৃতির দেশ কানাডার একটি মিলনায়তনে। ‘চলো ফিরে যাই মাটির টানে’- আহ্বান সম্বলিত এ আয়োজনে গান, কবিতা আর নাচের সমাহারে লাল সবুজের বাংলাদেশকেই যেন তুলে ধরার আকাঙ্ক্ষা ছিল সবার মন এবং মননে। এমনই এক অসাধারণ পরিবেশের তৈরি হয়েছিল শুক্রবার ( ১০ ডিসেম্বর) সন্ধ্যায় টরন্টোর গ্র্যান্ড সিনেমন ব্যাংকুয়েট হলে।

কানাডায় বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের ঘিরে অভূতপূর্ব এ আবহ তৈরি হয়। ইউনাইটেড বাংলাদেশ অ্যাগ্রিকালচার ইউনির্ভাসিটি (বাউ) অ্যালামনাই কানাডা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সুন্দর এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টরেন্টো সিটি মেয়র অলিভিয়া চাউ। বাংলাদেশি কমিউনিটির কোন মিলনমেলায় এ প্রথম টরেন্টো সিটি মেয়র উপস্থিত হন। সন্ধ্যা পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত চলা কৃষিবিদদের মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কারবোরো সাউথ-ওয়েস্টের এমপিপি ও লিডার অব অফিসিয়াল অপজিশন ডলি বেগম।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যের পর ইউনাইটেড বাউ অ্যালামনাই কানাডার কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর অনুষ্ঠানে স্পন্সরদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন টরেন্টো সিটি মেয়র অলিভিয়া চাউ এবং এমপিপি ডলি বেগম।

এরপর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। কৃষিবিদ পরিবারের সদস্য, কমিউনিটির শিল্পীরা এতে গান ও নাচ পরিবেশন করেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের লোক সংগীতের কিংবদন্তী শিল্পী রথীন্দ্রনাথ রায়। তিনি ভাওয়াইয়াসহ ১২টি গান পরিবেশন করেন। রথীন্দ্রনাথ রায়ের গান অন্যরকম আনন্দ দিয়েছে কৃষিবিদ অ্যালামনাই, স্পন্সর এবং অতিথিদের। বিজয়ের মাসে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের একজন শিল্পীকে অতিথি হিসেবে নিয়ে আসায় আয়োজকদের ধন্যবাদ জানান দর্শক শ্রোতারা।

সঙ্গীতানুষ্ঠানে কোরাস ও একক সঙ্গীতে এসময় অংশ নেন- সুমন সাইয়েদ, হাশমত আরা চৌধুরী (জুঁই), প্রশান্ত সরদার, সুনীতি সরদার, নাসিরুল ইসলাম (মিঠু), সোমা চৌধুরী, রওশন আরা পারভীন লাভলী, ফরিদ আহমেদ, জিয়া চৌধুরী, ইন্দিরা রায়, নুরুন নাহার খানম শিরিন, মুনিরা সারুয়াত, সীমা হক, জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন, মোস্তারী লাইজু, শুভাশীষ রায়। দ্বৈত নৃত্য পরিবেশন করেন- নিঝুম রুপা পাল, নন্দিনী রুপা। স্বরচিত আবৃত্তি করেন- তারানা নাজনীন। শিল্পীদের যন্ত্রাংশে সংগত করেন- জাহিদ হোসেন, রাজিব, অপূর্ব, দেবাশীষ সাহা ও অখিল রায়। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন- জিয়াউল ভুঁইয়া, ভিডিওগ্রাফীতে তাহসান রাশেদ শাওন। 

বাউ ফ্যামিলি নাইটে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি ফায়েজুল করিম এবং সাধারণ সম্পাদক মির্জা মোস্তাফিজুর রহমান। এসময় অ্যালামনাই সদস্য ও তাদের পরিবারের সদস্য, স্পন্সর, অতিথি, মিডিয়া, মিউজিশিয়ানসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

পিএইচ