শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে টরন্টোতে প্রদীপ প্রজ্বলন
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে টরন্টোতে প্রদীপ প্রজ্বলন করেছে টরন্টো ফিল্ম ফোরাম। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র রাস্তায় এ আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে টরন্টোর বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন এবং সবাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ‘গণহত্যা’র আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কের বক্তব্য রাখেন টরন্টো ফিল্ম ফোরামের নির্বাহী সদস্য শেখ শাহনওয়াজ, সাংস্কৃতিক কর্মী শিবু চৌধুরী, টিভি ব্যক্তিত্ব আসমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এজিএস নাসির উদ দুজা, কানাডা পিডিআইয়ের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে, কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, কানাডা উদীচী’র সাধারণ সম্পাদক মিনারা বেগম, শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তোজার মেয়ে দ্যুতি অরণি এবং টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল।
প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের বিজয়ের প্রাক্বালে পশ্চিম পাকিস্তানী সামরিক জান্তা তাদের দোসর আলবদর ও আল শামসের সহায়তায় বাংলাদেশের এক হাজারের বেশি বুদ্ধিজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করে।
এমএ