শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করল ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হাইকমিশনার নাহিদা রহমান সুমনার নেতৃত্বে হাইকমিশনের অন্য কর্মকর্তা-কর্মচারীরা ও আমন্ত্রিত অতিথিরা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনান বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা। এরপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করে বিশেষ এই দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

হাইকমিশনার তার বক্তব্যে বাংলাদেশের মেধাবী জনগোষ্ঠীর এই নির্মম হত্যাকাণ্ডকে ধিক্কার জানান এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত করেন। যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন একটি দেশের সঠিক গঠন ও উন্নয়নে অকালে ঝরে যাওয়া এসব প্রবল মেধাবী ও উন্নত মনের মানুষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারতেন বলে তিনি মত প্রকাশ করেন।

তবে স্বাধীন বাংলাদেশের প্রাথমিক পর্যায়ের সেই ধাক্কা উতরে আজ বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে তার পূর্ণ কৃতিত্ব তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদান করেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের স্বপ্নপূরণ সম্ভব হবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

শেষে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের সমাপ্তি ঘটে।

এসএসএইচ