সংযুক্ত আরব আমিরাতে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় টানা দ্বিতীয়বারের মতো মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের আমিরাত প্রতিনিধি মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। রোববার (১৭ ডিসেম্বর) দুবাই বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলাদেশ বইমেলার সমাপনী দিনে এ মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এ বছর বিশেষ সাংবাদিকতার জন্য মামুনসহ ১৫ জন সাংবাদিক এ সম্মাননা পেয়েছেন। প্রধান অতিথি এমিরেটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম সম্মাননাপত্র ও উত্তরীয় পরিয়ে দেন।

দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞানী ড. রেজা খান, কবি ও লেখক শিহাব শাহরিয়ার।

এর আগে দুবাই বইমেলা ও বঙ্গ-সাংস্কৃতি উৎসব-২০২২ ও দুবাই এক্সপোতে বাংলাদেশকে বিশ্বদরবারে প্রেজেন্ট করার বিশেষ সম্মাননা পেয়েছিলেন ঢাকা পোস্টের মামুন। তিনি বর্তমান চলতি কমিটি ‘বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএই’র দপ্তর সম্পাদক পদে রয়েছেন।

পিএইচ