ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী শামীম হক কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভা করেছে স্পেন আওয়ামী লীগ। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় শুরুতে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী শামীম হক। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল সাফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন। 

বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল কাদের ঢালী, আহমেদ আসাদুর রাহমান ছাদ, সায়েম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বকুল, রুবেল খান, রফিক খান, পারভেজ আহমেদ ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক মামুন হাওলাদার প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, হারুন আহমদ, এস এম বদরুল হক মিল্লাত, বাবলু চৌধুরী, আব্দুস সালাম, সামছুল ইসলাম, লালু চৌধুরী, লোকমান হোসেন, আব্দুল আজিজ, হাসান তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হককে নৌকা মার্কার প্রার্থী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধান অতিথির বক্তব্যে স্পেন আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল সাফা বর্তমান সরকারের প্রশংসা ও উন্নয়ন তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার প্রবাস বান্ধব সরকার। তাই প্রবাসীদের প্রতি তিনি আহ্বান জানান, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে আবার বিজয়ী করার আহবান জানান। 

এমএসএ