মিশিগানে বিএনপির বিজয় দিবস উদযাপন
আমেরিকায় বিএনপি মিশিগান শাখার উদ্যোগে বাংলাদেশের ৫২তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (২৪ ডিসেম্বর) রাতে বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রামিক সিটির একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দলের সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। বিএনপি নেতাদের মাঝে আলোচনায় অংশ নেন
খন্দকার ইউসূফ কামাল, তারেক আহমেদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান রাজু আহমদ তালুকদার, আলী ওয়াসিমুজ্জামান চৌধুরী রনি, কাজী এবাদ।
বিজ্ঞাপন
সভায় স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল হাসান রেজা, বেলাল আহমেদ, জাসাস নেতা পারভেজ আহমদ, ছাত্রদল নেতা সৈয়দ তায়েফুজ্জামান প্রমুখ বক্তব্যে রাখেন। এছাড়াও সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মিশিগান বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল হক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন লিলু ও সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম তুহিন।
বক্তারা বলেন, জাতিসংঘসহ বিশ্ববাসী যখন বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করার কথা বলে যাচ্ছে, সেখানে আওয়ামী ফ্যাসিবাদী সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছে। একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করে টিকে থাকতে চায়। বাংলাদেশের জনগণ তা কখনও হতে দেবে না। মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আদালতে একতরফাভাবে বিএনপির নেতাকর্মীদের সাজা দিচ্ছে। এসব ফরমায়েশি রায় আমরা মানি না। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন অত্যাসন্ন।
বিজ্ঞাপন
এমএ