কানাডার সাস্কাচুয়ানে যাত্রা শুরু করল সাস্কাচুয়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় সাস্কাটুন শহরের প্রসিদ্ধ ‘স্পাইসি টাইম রেস্টুরেন্টে’ আয়োজন করা হয় ফ্যামিলি নাইটের।

উল্লেখযোগ্য সংখ্যক প্রাক্তন ছাত্রছাত্রী এতে সপরিবারে উপস্থিত হন। নিজেদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণের পাশাপাশি সমিতির ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে শিক্ষার্থীরা মতবিনিময় করেন।

নতুন এ সংগঠনের পক্ষ থেকে বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নতুন অভিবাসী ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সাহায্য প্রধানের ব্যাপারে আলোচকরা গুরুত্ব আরোপ করেন।

এসএসএইচ