করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়া বিএনপির একাংশ। রোববার (১৮ এপ্রিল) কুয়ালালামপুরের একটি হোটেলে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহাবুব আলম শাহ’র সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলের সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু কাউছার ভূঁইয়া। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম ওয়াহিদুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ।

এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, মালয়েশিয়া যুবদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন নাসির, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিনহাজ মন্ডল, কেলাং মহানগর বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, সরকার মো. মিন্টু, মো. ইকবাল হোসেন, মো. জুয়েল, মো. শামীম রেজা, মো. আমজাদ হোসেন, মো. এনায়েত করিম একেএম মাজারুল ইসলাম পান্না, মো. ওবায়দুর রহমান, মানিক রানা, মো. জাহিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা।

এ সময় খালেদা জিয়া, তারেক রহমান ও দলের তৃণমূল নেতাদের দীর্ঘায়ু ও সুস্থতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এমএইচএস