জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে মালদ্বীপ বিএনপির আলোচনা সভা
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন পালন করেছে মালদ্বীপ বিএনপি। এ উপলক্ষ্যে শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানী মালের স্টার হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মালদ্বীপ বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলমের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি প্রবাসী ব্যবসায়িক মো. খলিলুর রহমান।
বিজ্ঞাপন
আলোচনা সভায় বক্তব্য রাখেন— মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, সহ-সভাপতি প্রবাসী ব্যবসায়ী মো. শাহ আলম, মো. আলতাব হোসেন, মো. ফারুক হোসেন, বিল্লাল ব্যাপারী, আলমগীর মজুমদার, মো. বাবুল হোসেন, মো. আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক মো. আমির রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক মো. এনামুল হক, মো. মনির হোসেন, মোহাম্মদ খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ করিম রানা, মো. হালিম, মো. আব্দুর রহিম, সহ দপ্তর সম্পাদক প্রবাসী ব্যবসায়ী মো. আব্দুল মান্নান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, ক্রীড়া সম্পাদক মো. মামুন, মো. শরিফ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।
বিজ্ঞাপন
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করে।
জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। যে দলের লক্ষ্য উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা। একজন গর্বিত সদস্য হয়ে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে।
আলোচনা শেষে প্রয়াত জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মালদ্বীপ বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এমএ