জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) টরন্টোর বাংলাদেশ সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যরা, ট্রাস্টি ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা সহ সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী (রনি)।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী শরীফ (মারুফ) এবং সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ উপস্থিত সবার সামনে ২০২৩ সালের কার্যবিবরণী তুলে ধরেন। পরে সংগঠনের অর্থ সম্পাদক ফারুক আহমেদ ও সহ-অর্থ সম্পাদক মাসুম মুনিম ২০২৩ সাল সংগঠনের আর্থিক হিসাবের বিস্তারিত বিবরণ সদস্যদের সামনে পেশ করেন।

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে ২০২৩ সালে ছোট বড় ১৯টি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানগুলোতে যারা সার্বিকভাবে সহায়তা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি মাহবুব চৌধুরী (রনি)। তিনি সংগঠনের নতুন বছরের কর্মপরিকল্পনা সদস্যদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাবেক তিন সভাপতি আহাদ খন্দকার, রেশাদ চৌধুরী, ছাদ চৌধুরী, অ্যাসোসিয়েশনের ট্রাস্টি ইন্তেখাব চৌধুরী (তুহিন), মোহাম্মদ আব্দুল হামিদসহ উপদেষ্টামণ্ডলীর সদস্যরা ও অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

এসএসএইচ