সিঙ্গাপুরে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের ইস কোর্স পার্কে আয়োজিত এ পিঠা উৎসবে বাংলাদেশি কমিউনিটির ২৮টির বেশি পরিবারের ১২০ জন সদস্য অংশ নেন। এটিকে প্রবাসীদের ‘সবচেয়ে বড়’ পিঠা উৎসব বলছেন আয়োজকরা।

এ আয়োজনে ছিল ৩২ রকমের দেশি পিঠা। সঙ্গে ছিল চটপটি, সিঙ্গারা, কাবাব, ভুনা খিচুড়ি, চিকেন কারি, চাসহ আরও অনেক খাবার। সেইসঙ্গে ছিল রসের মিষ্টি। অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম ও তার সহধর্মিণী সাইদা মাইসুন।

পিঠা উৎসব ঘিরে আয়োজিত অনুষ্ঠান উপস্থাপনা করেন সিঙ্গাপুর প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত নাজমুল খান। অনুষ্ঠানের সহকারী হিসেবে ছিলেন মহসিন মিয়া, মনির হোসেন, পাপ্পুসহ আরও অনেকে।

প্রবাসীদের উপস্থিতিতে পিঠা উৎসবস্থল যেন হয়ে উঠেছিল সিঙ্গাপুরের বুকে এক টুকরো বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও ছিল বাচ্চাদের ও বড়দের নিয়ে নানারকম খেলা। খেলার মধ্যে ‘গেসিং গেম’ ছিল খুবই আনন্দের ও মজার, যা সবাই উপভোগ করেন। অনুষ্ঠান শেষে নাজমুল খান ও মো. সেলিম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পরে অনুষ্ঠানের আয়োজকরা সবাইকে ধন্যবাদ দিয়ে সমাপ্তি ঘোষণা করেন ও ভবিষ্যতেও এমন অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করে পাশে থাকার অনুরোধ করেন।

এসএসএইচ