মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে মাতৃভাষা দিবস পালন
মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি দূতাবাস প্রাঙ্গণে, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রদূত আবিদা ইসলাম জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।
বিজ্ঞাপন
এই দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং ইউনেস্কোর মহাপরিচালকের বাণীসমূহ পাঠ করা হয়। এরপর, ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক এক মিনিট নীরবতা পালন, দিবসটি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রাপ্ত তথ্যচিত্র প্রদর্শন, দেশের শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উৎস এবং ১৯৫২-এর ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। এছাড়া ভাষা শহীদদের প্রতি সশ্রদ্ধ সম্মান জানান। ভাষা আন্দোলনে অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেইসাথে বহুভাষিকতা রক্ষায় ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপন, টেকসই ভবিষ্যৎ নিশ্চিতকল্পে ২০১৭ সাল থেকে কয়েকটি ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মাঝে মাতৃভাষার পাঠ্যপুস্তক চালুসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
বিজ্ঞাপন
সেমিনারের সাংস্কৃতিক পর্বে বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়।
এমএসএ