এনআরবি ওয়ার্ল্ড নিবেদিত কবির সঙ্গে কবিতা অনলাইন অনুষ্ঠানটির মাধ্যমে বাংলা কবিতা বিস্তার লাভ করেছে বিশ্বব্যাপী। সমগ্র পৃথিবীর বাঙালিদের এক প্লাটফর্মে নিয়ে আসার গৌরব অর্জন করেছে এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম। শততম পর্বের আলোচনায় এ কথা বলেন জাতীয় কবিতা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবি ড. গোলাম কিবরিয়া পিনু।

তিনি বলেন, আধুনিক কবিদের কবিতা এ অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা-কলকাতার গণ্ডি পেরিয়ে টরন্টো, নিউইয়র্ক, টোকিও, নিকারাগুয়া, বতসোয়ানার বাঙালিদের কাছে পৌঁছেছে। বিশ্বব্যাপী সাহিত্য অনুরাগী হাজার হাজার মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছে।

ড. গোলাম কিবরিয়া পিনু বলেন, এনআরবি ওয়ার্ল্ডের ১১ বছর ধরে সম্প্রীতির যাত্রা অব্যাহত রাখতে হবে। এক যুগে পদার্পণের মাহেন্দ্রক্ষণে আরও বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের করতে হবে।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে ‘কবির সাথে কবিতা’র শততম পর্বের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ওমর আলী। তিনি বলেন, ২০২২ সালের ১৪ জানুয়ারি কবির সাথে কবিতা ধারাবাহিকের ১ম পর্ব প্রচারিত হয়। এসময়ের দুজন কবির সামনে বসে বাচিক শিল্পী তাদের কবিতা আবৃত্তি করেন। তারপর কবি তার সেই কবিতা লেখার পেছনের ঘটনা বর্ণনা করেন। পাঠক জানতে পারেন কবিতা লেখার পেছনের গল্প। এটাই এ অনুষ্ঠানের চরিত্র। এ প্রজন্মের কবিরা কী লিখছেন, তা বিশ্বজুড়ে সবার কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।

কলকাতার কবি ও নাট্যকার ধনঞ্জয় ঘোষাল বলেন, কবির সাথে কবিতার প্রথম পর্বে আমি উপস্থিত ছিলাম, এটা আমার সৌভাগ্য, আজ শততম পর্ব অতিক্রম করল। ধারাবাহিক এ অনুষ্ঠান সহস্রতম পর্ব পেরিয়ে যাবে, এটাই প্রত্যাশা।

তিনি বলেন, রবীন্দ্রনাথ-নজরুলকে আমরা যেমন বহুমুখী প্রতিভার জ্বলন্ত উদাহরণ হিসেবে পেয়েছি, যারা কবিতা ও গান রচনার উভয় দিকেই সাবলীল ছিলেন। কিন্তু বর্তমান সময়ে তা আর আমরা পাই না। কবি ও গীতিকার দুই ভিন্ন ব্যক্তিকে পাই। বাচিক শিল্পীর হাত ধরে বর্তমান কবিতা তার জনমুখী ভাবকে প্রকাশ করতে পেরেছে।

দুই বাংলার কবি আরণ্যক বসু বলেন, রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থ থেকে আধুনিক কবিতার জন্ম হয়।

অনুষ্ঠানের পরিচালক এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের আবাসিক সম্পাদক কবি সাহানারা খাতুন বলেন, সারা বিশ্বের বাঙালিদের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশের মাধ্যমে নিজেদের ভেতরে সম্প্রীতি গড়ে তুলতে আমরা কাজ করছি। বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভের পর বিশ্বজুড়ে বাংলার প্রচার ও প্রসারে যতটা কাজ হওয়া দরকার ছিল, নানা কারণে তা হয়নি। এটা আমাদের বাঙালিদের দুর্ভাগ্য। বাংলা কবিতা ও বাংলা গানকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে হবে আমাদেরই। ৫২’র ভাষা আন্দোলন ও একুশের উপলব্ধি থেকেই আমরা সেই কাজ শুরু করেছি।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন সুব্রত চক্রবর্তী, গৌতম চৌধুরী, ড. অমিত চট্টোপাধ্যায়, রাজু কর্মকার, বিজন চন্দ, স্বাতী গৌতম, সৌমী বৈদ্য, অজয় কুমার বসু, কৃষ্ণা নাগ চৌধুরী,বেবী মন্ডল, মানসী বন্দ্যোপাধ্যায়, মৌসুমী দাস, ড. দ্যুতি দত্ত গুপ্ত, তৃণা করালী, ইন্দ্রাণী সাঁতরা, সুব্রত চট্টোপাধ্যায় প্রমুখ। আবৃত্তি করেন অপু চট্টোপাধ্যায়, সমাদৃতা মাইতি, জীতা লাহিড়ী, অমিতাভ দে, সৌমি বৈদ্য প্রমুখ।

অনুষ্ঠানটি প্রথম পর্ব থেকে নিয়মিত সঞ্চালনা করেন কবি বরুণ চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক প্রয়াত কবি আসাদ চৌধুরী, স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক প্রয়াত নজরুল সঙ্গীত শিল্পী কবি বুলবুল মহলানবীশ, এনআরবি ওয়ার্ল্ড ছড়া সম্মাননাপ্রাপ্ত কলকাতার কবি দীপ মুখোপাধ্যায়সহ বাংলা সাহিত্যের কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের সাংস্কৃতিক সম্পাদক গৌতম চৌধুরী।

এনআরবি ওয়ার্ল্ড নিবেদিত কবির সাথে কবিতা অনুষ্ঠানটি এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রচারিত হয় প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায়। গতকাল (শুক্রবার) ১০১তম পর্বের অনুষ্ঠানে ছিলেন কবি কৃষ্ণা বসু, কবি তনুজা চক্রবর্তী ও কবি অনিন্দিতা শাসমল। আবৃত্তি শিল্পী ছিলেন দীপান্বিতা রায়।

এসএসএইচ