চাঁদ দেখা যাওয়ায় কানাডায় সোমবার (১১ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাসের রোজা। রোববার (১০ মার্চ) দিবাগত রাতে প্রথম তারাবি নামাজ অনুষ্ঠিত হয়।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কানাডার ক্যালগরির আকরাম জুম্মা মসজিদে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে তারাবির নামাজ আদায় করেন। এসময় যুদ্ধ বন্ধসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আকরাম জুম্মা মসজিদের সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ তারাবি নামাজ শেষে মুসলিম উম্মাহর উদ্দেশ্যে পবিত্র রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোকপাত করেন এবং রমজান মাসকে যথাযথভাবে পালন করার আহ্বান জানান।

পিএইচ