কানাডার টরন্টোতে ডেনফোর্থের উন্দাল রেস্তোরাঁয় ‘বিশ্ব নাট্য দিবস‌’ উদযাপ‌ন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় টরন্টোর বাংলা নাট্য ও নৃত্যদলের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় অংশগ্রহণ করে মতামত ব্যক্ত করেন সেলিম চৌধুরী, ইমামুল হক কিসলু, মেহরাব রহমান, ইত্তেলা আলী, অরুণা হায়দার, ম্যাক আজাদ, মিথুন রেজা, ইত্তেজা টিপু, পারভেজ চৌধুরী, ওয়ালী ইসলাম, নয়ন হাফিজ, কাজী হেলাল, জাহান ও মাহমুদুল ইসলাম সেলিম।

বিস্তা‌রিত আলোচনা শে‌ষে সিদ্ধান্ত হয় বাংলা নাটক চর্চাকারী‌ সংগঠ‌নগুলো যৌথভাবে ‘কানা‌ডিয়ান বাংলা থিয়েটার অ্যালায়েন্স’ বা সংক্ষেপে ‘সি‌বি‌টিএ’ নামে এ বছর টরন্টোতে বিশ্ব নাট্য দিবস উদযাপন করবে। ২৭ মার্চ কানাডায় কর্মদিবস হওয়ায় টরন্টোর সব নাট্যবন্ধু ও সুহৃদজনকে নিয়ে ‌বিশ্ব নাট্য দিবস পালন করা হ‌বে ৩০ মার্চ।

এসএসএইচ